রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘মৃত্যুর জন্য ছুটির’ আবেদন ছাত্রের, অনুমতি দিলেন অধ্যক্ষ

News Sundarban.com :
সেপ্টেম্বর ৩, ২০১৯
news-image

স্কুল থেকে ছুটি নিতে ছাত্ররা কত রকমের কারণ বা বাহানা বের করে, তা হয়তো বলা সম্ভব না। তবে ‘মৃত্যুর জন্য ছুটি’ চেয়ে আবেদন কখনো কেউ করেছে বলে শোনা যায়নি। ভারতের কানপুরে সম্প্রতি এমনই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন অষ্টম শ্রেণির এক ছাত্র।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে স্কুলের প্রিন্সিপালের কাছে আধাবেলা ছুটি চেয়ে একটি দরখাস্ত নিয়ে যায় ওই ছাত্র। ছুটির কারণ হিসেবে সে উল্লেখ করে নিজের মৃত্যুর কথা!

তবে বিষয়টি লক্ষ করেননি অধ্যক্ষ। দরখাস্ত না পড়েই ছুটি অনুমোদনে সই করে দেন তিনি। গত ২০ আগস্ট এমন অদ্ভুত কাণ্ড ঘটলেও এতদিন তা চাপা ছিল। কেননা এ নিয়ে আর কারও সঙ্গে আলোচনা করেনি সে। তবে সম্প্রতি বন্ধুদের বিষয়টি জানালে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো মন্তব্য না করলেও কয়েকজন শিক্ষক অবশ্য প্রিন্সিপালের পাশে দাঁড়িয়েছেন। তারা জানান, দরখাস্ত না পড়েই সই করে দেওয়ার অভ্যাস আছে অধ্যক্ষের। আর সেই সুযোগটাই নিয়েছে ওই ছাত্র।

 

আরও দেখুন