বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ ডিসেম্বর শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা হচ্ছে না।

News Sundarban.com :
ডিসেম্বর ১৩, ২০১৮
news-image

১৬ ডিসেম্বর শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা হচ্ছে না। বিজেপি সূত্রে এমনটাই জানা গেছে। ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে প্রধানমন্ত্রী সভা করবেন বলে ঘোষণা করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। ওই দিনই বিজেপির গণতন্ত্র বঁাচাও রথযাত্রা শিলিগুড়িতে এসে পৌঁছনোরও কথা ছিল। অনুমতি না মেলায় রথযাত্রা শুরুই করতে পারেনি বিজেপি। স্বাভাবিক ভাবেই মোদির সভাও নির্ধারিত দিনে হওয়ার কোনও প্রশ্নই নেই। কবে সভা হবে বা আদৌ হবে কিনা?‌ তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর জেরেই হতাশ হয়ে পড়েছেন বিজেপি‌র কর্মী–‌সমর্থকরা। রাজনৈতিক মহলের মতে, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি‌র ভরাডুবির পর প্রধানমন্ত্রী আদৌ শিলিগুড়িতে সভা করবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিজেপি–‌র জেলা নেতৃত্বের একাংশ জানাচ্ছেন, ১৬ ডিসেম্বর সভা হওয়ার কোনও প্রশ্নই নেই। সেই মতো এখনও কোনও মাঠের জন্য আবেদনই করা হয়নি। মোদির সভার পরিকল্পনা এখন বিশবঁাও জলে। এদিকে, রথযাত্রা নিয়ে অনিশ্চয়তা, কোচবিহারে সভায় অমিত শাহের অনুপস্থিতি, প্রধানমন্ত্রীর সভা নিয়েও টানাপোড়েন, সর্বোপরি ৫ রাজ্যে হতাশাজনক ফলের জেরেই আপাতত মুষড়ে পড়েছে পদ্ম শিবির। কিছুদিন আগেও যে উৎসাহের বাতাবরণ ছিল, তা এখন অনেকটাই স্তিমিত। যদিও বিজেপি–‌র শিলিগুড়ি জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, ‘‌প্রধানমন্ত্রীর সভা গণতন্ত্র বঁাচাও যাত্রার সঙ্গে সম্পর্কিত, যেহেতু যাত্রার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তাই তারিখ ঠিক করা যাচ্ছে না। তবে সভা হবে।’‌‌‌
-আজকাল