শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঁচ সেটের চ্যালেঞ্জ টপকালেন ফেডেরার

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০১৭
news-image

বছরের শেষ গ্র্যান্ড স্লামের শুরুটা বেশ লড়াই করেই জিততে হল রজার ফেডেরারকে। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সিস টিয়াফোর বিরুদ্ধে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে পাঁচ সেটের ম্যারাথন লড়াই শেষে জয় পেলেন ফেডেক্স। সুইস তারকার পক্ষে ম্যাচের ফল ৪-৬,৬-২,৬-১,১-৬, ৬-৪। কেরিয়ারের কুড়িটি গ্র্যান্ড স্লাম জয়ের পথে একধাপ এগোলেন সুইস মায়েস্ত্রো। ইউএস ওপেনে এই প্রথম ওপেনিং রাউন্ডে পাঁচ সেটের ম্যারাথন লড়লেন পাঁচবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন।
ওপেনিং সেটে ১৯ বছরের প্রতিশ্রুতিময় ফ্রান্সেস, ফেডেরারকে চাপের মুখেই ফেলে দিয়েছিলেন। মার্কিন তারকার বিরুদ্ধে প্রথম সেট ৬-৪ জিতে নেওয়ায় প্রথম রাউন্ডেই ইন্দ্রপতনের আশঙ্কা করছিলেন অনেকে। প্রথম সেট হারলেও পরের দুটি সেটে দাপটের সঙ্গে প্রত্যাঘাত করেন ফেডেক্স। তাঁর সামনে এই দুই রাউন্ডে টিয়াফো কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। চতুর্থ সেটে ফের জাঁকিয়ে বসেন টিয়াফো। কিংবদন্তী ফেডেক্সকে হারান ৬-১ ব্যবধানে। অবশ্য পঞ্চম সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তরুণ টেনিস প্রতিভা শেষরক্ষা করতে পারেননি। পাঁচ নম্বর সেটে ৬-৪ জয় পেয়ে ম্যাচ বার করে নেন ১৯টি গ্র্যান্ড স্লামের মালিক।
ম্যাচ জিতে পাঁচবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন বলেন, দর্শকরা এমন একটি ম্যাচই তো উপভোগ করতে চান। নতুন প্রজন্মের সঙ্গে প্রতিষ্ঠিতের এমন এক হাড্ডাহাড্ডি লড়াই বেশ উপভোগ করলাম। শেষবার এই টুর্নামেন্ট খেলতে পারিনি। আশাকরি এবছর আমাকে দেখে দর্শকরা আনন্দ পাবেন।
চলতি বছরে দুরন্ত ফর্মে রয়েছেন ফেডেরার। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে নাদালকে হারিয়ে বাজিমাত করেন। এরপর অল ইংল্যান্ডে অষ্টমবারের জন্য উইম্বলডন জেতায় রজারের মুকুটে জুড়েছে নয়া পালক। ধারাবাহিকতা ধরে রেখে বছরের শেষটাও গ্র্যান্ড স্লাম জিতেই শেষ করতে মরিয়া চিরতরুণ রজার। চলতি আগস্টেই ৩৬ বছরে পা দিয়েছেন সুইস কিংবদন্তি। তবু ফিটনেস দেখে তাঁর বয়সের আন্দাজ করা মুশকিল।