শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক ধ্বংস এক প্রকার বিশ্বাসঘাতকতার পরিচয়: রাহুল

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০১৮
news-image

আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, আর আজ নর্মদায় তাঁরই আকাশচুম্বী মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তাঁর বার্তা ছিল, বল্লভভাই প্যাটেলের আদর্শেই চলবে দেশ। একতাই হবে মূলমন্ত্র।প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেলের মূর্তির উদ্বোধনে বলেন, দেশপ্রেমের ভিতেই তৈরি হয়েছে দেশের সংস্কৃতি। তিনি মনে করিয়ে দেন, ১৯৪৭ সালে ৫ জুলাইয়ে বল্লভভাইয়ের ভাষণ। তিনি বলেছিলেন, শত্রুদের কাছে আমাদের পরাজয়ের বড় কারণ হল পারস্পরিক কলহ এবং বিদ্বেষ। কিন্তু মোদী আশ্বাস দেন, এই ভুল আর পুনরাবৃত্তি হবে না। মোদীর বক্তৃতার সময়ই রাহুল আরও একটি টুইটে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানান। পাশাপাশি তিনি বলেন, বল্লভভাই ছিলেন সম্পূর্ণভাবে কংগ্রেসের লোক। ধর্মন্ধতা বা সাম্প্রদায়িকতার কোনও জায়গা ছিল না তাঁর কাছে। “অদ্ভুত পরিহাস, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উদ্বোধন হল। কিন্তু দেশের যে প্রতিষ্ঠান তৈরিতে বল্লভভাই সাহায্য করেছেন আজ সেগুলো ধ্বংস করা হচ্ছে।” রাহুলের আরও অভিযোগ, দেশের প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক ধ্বংস এক প্রকার বিশ্বাসঘাতকতার পরিচয়।