শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সারারাত পুজোয় গঙ্গাবক্ষে ভ্রমণের বিশেষ সুযোগ

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৫, ২০১৭
news-image

পুজোয় সারারাত ধরে গঙ্গাবক্ষে ভ্রমণের বিশেষ সুযোগ করে দিচ্ছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি । বছরভর সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত লঞ্চ চললেও পুজোর পাঁচদিন বিশেষ পরিষেবা দেবে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি। ওই সময় রাস্তাঘাটে মারাত্মক যানজট থাকে। হাওড়া থেকে উত্তর কলকাতায় পৌঁছতে দশর্নার্থীদের কালঘাম ছোটে। তাই হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি উদ্যোগ নিয়েছে সারারাত লঞ্চ পরিষেবা দেওয়ার। রাতে লঞ্চ চলবে হাওড়া থেকে বাগবাজার, শোভাবাজার, আহিরীটোলা ভায়া গোলাবাড়ি।
এই রুটে লঞ্চ চালানোর কারণ হিসেবে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “পুজো এখন পঞ্চমী থেকেই শুরু। গ্রামের বহু মানুষ দূরদুরান্ত থেকে কলকাতায় প্রতিমা দর্শন করতে আসেন। ভিড় এড়িয়ে দ্রুত উত্তর কলকাতায় পৌঁছনোর জন্য আমরা শোভাবাজার-বাগবাজার-আহিরীটোলা রুটে পুজো স্পেশাল অফার হিসেবে সারারাত লঞ্চ পরিবেষা দেব। যথেষ্ট নিরাপত্তার বন্দোবস্ত থাকবে সব জায়গাতেই। মোট ৬টি লঞ্চ রাতে চলবে।