শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হড়পা বানে ভেসে যেতে পারে অরুণাচল ও অসম, সতর্কতা জারি

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০১৮
news-image

যেকোনও মুহূর্তে হড়পা বানে ভেসে যেতে পারে অরুণাচল ও অসমের বিস্তীর্ণ এলাকা। চিনের কাছ থেকে এই সাবধানবাণী শোনার পরই কড়া সতর্কতা জারি করা হয়েছে দুই রাজ্যে। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে নেমেছে বিরাট ধস। যার ফলে, প্রচণ্ডভাবে বাধাপ্রাপ্ত হয়েছে নদীর স্বাভাবিক চলাচল। আপার অসমে সতর্কতা জারি করেছে অসম সরকার। বিশেষ করে ডিব্রুগড়, ধেমাজি, লাখিমপুর, তিনসুকিয়ায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

অরুণাচল প্রদেশের আপার সিয়াং ও পূর্ব সিয়াংয়ের মধ্য দিয়ে বয়ে গেছে সিয়াং নদী। বেশ কয়েকদিন ধরেই সিয়াং নদীর জলস্তর কমছে। প্রথমে বোঝা না গেলেও গতকাল চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফে একটি রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়। রিপোর্টে বলা হয়েছে, নদীর গতিপথ ধসের ফলে আটকে গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইয়ারলুং সাংপো নদীতে ধস নেমে একটি হ্রদের সৃষ্টি হয়েছে। এবং সেই জলস্তর ক্রমশও বাড়ছে। যেকোনও মুহূর্তে বড় মাপের বন্যা হতে পারে। এরপরই অরুণাচলের কংগ্রেস নেতা নিনোং ইরিং এবিষয়ে চিনের সঙ্গে আলোচনার অনুরোধ করে বিদেশমন্ত্রীকে চিঠি লেখেন। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত এবিষয়ে চিনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য কলকাতা ও ভুবনেশ্বর থেকে অতিরিক্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নিয়ে আসা হয়েছে।