রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানবিক যুবক, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা সহ মূল্যবান নথিপত্র ফেরত দিলেন

News Sundarban.com :
জুলাই ৩১, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কে প্রয়োজনীয় রক্তদান করে বাড়ি ফিরছিলেন তালদির যুবক সুদীপ দাস।সেই সময় ক্যানিং ১ বিডিও অফিসের সামনে একটি মানিব্যাগ কুড়িয়ে পায়।মানিব্যাগের মধ্যে ৫০০ টাকা,আধার কার্ড,ভোটার কার্ড এবং প্যান কার্ডের মতো মূল্যবান প্রয়োজনীয় নথিপত্র ছিল।কি করবেন ভেবে উঠতে পারছিলেন না।মানি ব্যাগের মধ্যে কোন ফোন নম্বরও ছিল না। অবশেষে বাড়িতে ফিরে তালদির ওই যুবক সোশ্যাল মিডিয়ায় প্রকৃতি প্রাপক কে খুঁজতে একটি পোষ্ট করেন। চার দিন পর সঠিক প্রাপক পেয়েও যায়।যোগাযোগ করেন।বাসন্তী ব্লকের জ্যোতিষপুর পঞ্চায়েত এলাকার রাণীগড় গ্রামের যুবক মৃত্যুঞ্জয় সরদার।রবিবার সকালে হারিয়ে যাওয়া মানিব্যাগ,টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র তুলে দেয় মানবিক যুবক সুদীপ দাস।

চার দিন পর হারিয়ে যাওয়া মানিব্যাগ ও মূল্যবান কাগজপত্র ফেরত পেয়ে আপ্লুত মৃত্যুঞ্জয়।

তিনি জানিয়েছে,সহৃদয় যুবকের জন্য হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত পেয়ে ভালো লাগছে। সুদীপ বাবুর কাছে কৃতঞ্জ।’

সুদীপ জানিয়েছেন,মানিব্যাগ পাওয়ার পর থেকে চিন্তায় ছিলাম।প্রকৃত প্রাপকের হাতে তুলেদিতে পেরে ভালো লাগছে।’

সমাজকর্মী বান্টি মুখার্জী জানিয়েছেন,বিবেকবান মানবিক মানুষ এখনও হারিয়ে যায়নি।সমাজে সুদীপের মতো মানুষজন রয়েছে বলেই এমন দৃষ্টান্ত।’