মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যেও সাড়ম্বরে পালিত হল ৭২তম স্বাধীনতা দিবস

News Sundarban.com :
আগস্ট ১৫, ২০১৮
news-image

দেশজুড়ে সাড়ম্বরে পালিত স্বাধীনতা দিবস। ৭২তম স্বাধীনতা দিবস পালিত হল। প্রতিবারের মতো এবারও কলকাতার অনুষ্টানটি হয় রেড রোডে ৷ জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পতাকা উত্তোলনের পর সাহসিকতার জন্য পুলিশ কর্মীদের হাতে ‘পুলিশ মেডেল’ তুলে দেন তিনি৷ মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন ৷হাজরা রোডে স্বাধীনতা দিবস পালন করা হয়। আজ সকাল থেকেও বহুস্থানে শোভাযাত্রাও বের করেন বহু উৎসাহী মানুষ। স্বাধীনতা দিবসকে ঘিরে দেশজুড়ে কড়া করা হয়েছে নিরাপত্তার বন্দ্যোবস্ত। সমস্ত মেট্রো শহরগুলিতে নাকাবন্দি করে চলছে তল্লাশি। শহরে ঢোকা এবং বেরনো গাড়িগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। স্বাধীনতা দিবস পালনে মেতেছেন সীমান্তে মোতায়েন থাকা জওয়ানরাও।
স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন রোড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়৷ কুচকাওয়াজে প্রথমবারের জন্য অংশ নেয় রাজ্য পুলিশের মহিলারা কর্মীরা৷ অংশ নিয়েছিলেন ওড়িশা পুলিশও৷ রেড রোডে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে দেখা যায় ‘রুপশ্রী’ প্রকল্পের ট্যাবলো। এছাড়াও ছিল কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজসাথী খাদ্যসাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন সামিজিক উন্নয়ন প্রকল্পের ট‍্যাবলোও৷ স্বাধীনতা দিবসে রোড রোডের অনুষ্টান ছিল নাচে গানে মুখরিত৷ কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেয় অনুষ্ঠানে৷ তাদের দেখে মুখ্যমন্ত্রীকে হাত নাড়তেও দেখা যায়৷