শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পেট্রল, ডিজেলের দাম উর্ধ্বগতিতে, মধ্যবিত্তের কপালে ভাঁজ

News Sundarban.com :
এপ্রিল ২৩, ২০১৮
news-image

রীতিমতো মধ্যবিত্তের কপালে ভাঁজ, কারণ পেট্রোলের দর লিটার প্রতি ৭৭.১০ টাকা এবং ডিজেল লিটার প্ৰতি ৬৮.৩৫ টাকা। যা ২০১৩ সাল থুড়ি আচ্ছে দিন শুরুর পূর্বে এত বাড়েনি। দক্ষিণ এশিয় দেশগুলির মধ্যে ভারতেই জ্বালানির দাম সবচেয়ে বেশি। পেট্রল, ডিজেলের দামের উর্ধ্বগতিতে কোনও ভাবেই রাশ টানতে পারছে না কেন্দ্র। রাজ্যগুলিতেও এই জ্বালানির উপর ভ্যাট আরোপ করেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এর আগে এই শুল্ক কমানোর দাবী করেছিল, কিন্তু অর্থমন্ত্রী অরুণ জেটলি শুল্ক কমানোর দাবী মেনে নেননি।
আচ্ছে দিন দূর অস্ত, মোদীজি অনেক চেষ্টা করেও কোনো ভালো রেকর্ড ভাঙতে পারেননি, ফলে, ফের দাম বাড়ল জ্বালানির। গত ৫৫ মাসে এটাই পেট্রলের সর্বোচ্চ দাম। সোমবার থেকে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে তেলের দাম বাড়ল লিটারপিছু ১০ পয়সা। ফলে এদিন দিল্লিতে পেট্রলের দাম দাঁড়ায় লিটার পিছু ৭৪.৫ টাকা, কলকাতায় ৭৭.২ টাকা, মুম্বইয়ে ৮২.৩৫ টাকা ও চেন্নাইয়ে ৭৭.২৯ টাকা প্রতি লিটার। একইভাবে বাড়ল ডিজেলের দামও। দিল্লিতে লিটারপিছু ডিজেলের দাম হল ৬৫.৭৫ টাকা, কলকাতায় ৬৮.৪৫ টাকা প্রতি লিটার ও মুম্বইয়ে ৭০.০১ টাকা লিটার। উল্লেখ্য, বেশ কিছুদিন হল পেট্রল ও ডিজেলের দাম বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠাপড়ার উপর নির্ভর করে তেলের দাম রোজই নির্ধারণ করা হচ্ছে।
সোমবার পেট্রলের দাম ১০ পয়সা বাড়ায় এ মাসে তেলের দাম বাড়ল ৯৪ পয়সা-১ টাকা প্রতি লিটার। অন্যদিকে, ডিজেলের দাম বাড়ল ১.৩৫ টাকা-১.৪৪ টাকা প্রতি লিটার।