শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন চিকিৎসকরা

News Sundarban.com :
এপ্রিল ৩, ২০১৮
news-image

সম্প্রতি একাধিকবার আক্রান্ত হয়েছেন সরকারি বেসরকারি হাসপাতালের চিকি‍ৎসকরা। চিকিৎসা করতে গিয়ে রোগীর পরিজনের হাতে মারধর, হেনস্থা। কারণে অকারণে হাসপাতালে ভাঙচুর। এই ধরনের ঘটনা রুখতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন চিকিৎসকরা। সোমবার নবান্নে তাঁর সঙ্গে বৈঠক করেন আটটি চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। মোট দশ দফা দাবি পেশ করেন তাঁরা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলেই ডাক্তারদের ওপর চড়াও হচ্ছেন রোগীর আত্মীয়রা। নির্বিচারে ভাঙচুর হাসপাতালে। পুলিশে খবর দিয়েও সবসময় রেহাই মিলছে না। চাপের মুখে ব্যবস্থা নিতে ইতস্তত করছে পুলিশ। ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্ট অ্যাক্ট চালু হওয়ায় বিপদ আরও বেড়েছে। সাসপেন্ড, এমনকি গ্রেফতারও হচ্ছেন চিকিৎসকরা। বাতিল হচ্ছে রেজিস্ট্রেশনও। সমস্যা মেটাতে সোমবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল সার্ভিস ডক্টর’স ফোরাম সহ আটটি চিকিৎসক সংগঠন। আইন প্রয়োগে সংবেদনশীল হওয়ার আবেদনও জানিয়েছে তারা।চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে চাকরি ছাড়ার হুমকি দেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। কারা চাকরি ছাড়তে চান, তাঁদের তালিকা চেয়ে পাঠায় সরকার। কার্যত সরকারের সঙ্গে সরকারি চিকিৎসক সংগঠনগুলির তিক্ত সম্পর্ক তৈরি হয়ে যায়। সেই তিক্ততা যে কাটছে সোমবারের বৈঠক তারই ইঙ্গিত দিয়ে গেল।