শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আফ্রিকার পূর্বাঞ্চল মালিতে জঙ্গি হামলায় নিহত ২৪ সেনা

News Sundarban.com :
নভেম্বর ১৯, ২০১৯
news-image

সাবিহা জামান: আফ্রিকার পূর্বাঞ্চল মালিতে সোমবার জঙ্গি হামলায় ২৪ সেনা নিহত ও ২৯ জন সেনা আহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। গাও সীমান্তবর্তী অঞ্চলে মালি ও নাইজার সেনাদের যৌথ অভিযানের সময় জঙ্গিরা এ হামলা চালায়। বিবিসি

মালির সেনাবাহিনীর দাবি অভিযানে নাইজারের টিলোয়ায় ১৭ জঙ্গি নিহত এবং সন্দেহভাজন ১০০জনকে আটক করা হয়েছে। হামলাটি কোন জঙ্গি গোষ্ঠি চালায় সেটি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সনাক্ত করতে পারেনি যে হামলাকারীরা কোন দলের অন্তর্ভুক্ত ছিল।

মালি সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টে কয়েকটি পোড়া মোটরসাইকেলের ছবি প্রকাশ করেছে।
২০১২ সাল থেকে ইসলামী জঙ্গিরা হামলা চালিয়ে মালির কয়েকটি মূল শহর দখল করে। ফ্রান্সের পূর্ব ইউরোপীয় সহায়তায় মালি পুনরায় দখলকৃত স্থানগুলো নিয়ন্ত্রণ পায়।
দেশটির নিরাপত্তা বাহিনী ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জঙ্গি গোষ্ঠিদের মধ্যে আইএস ও আলকায়দা বানিনীও রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ি এবছরের জানুয়ারি থেকে মালি ও বুর্কিনা ফাসোয় ১ হাজারও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।