শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ওয়াগাদুগুরে জোড়া হামলার ঘটনায় নিহত ১৬ জন

News Sundarban.com :
মার্চ ৩, ২০১৮
news-image

বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুরে জোড়া হামলার ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ত্রাসীরা ফরাসি দূতাবাস এবং সেনা সদর দপ্তর লক্ষ্য করে এ হামলা চালায় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় আট নিরাপত্তাকর্মী এবং আট হামলারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮০ জন; তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইয়ভস লু দ্রিয়া হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে, এটি একটি সন্ত্রাসী হামলা।

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ। কারা এ হামলার সঙ্গে জড়িত তা-ও জানা যায়নি।

বুরকিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট সোয়াদোগো বলেন, হামলার সময় সেনা সদর দপ্তরের সামনে গাড়ি বোমার বিস্ফোরণও ঘটানো হয়। ওই সময় ভেতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি গাড়ি থেকে নেমেই গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসীরা। মোকাবেলায় কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওয়াগাদুগু কেঁপে ওঠে। এক সময় ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

ওয়াগাদুগুর মেয়র অরমান্দ বিয়ন্দি হামলার ঘটনাকে স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে ‘জিহাদি কর্মকাণ্ড’ বলে মন্তব্য করলেও বিস্তারিত কিছু বলেননি।

এ হামলার পরপরই বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হোক মাফট ক্রিস্টোঁয়োঁ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দেশ আবার অন্ধকারের শক্তির হামলার শিকার হয়েছে।’