শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহারাষ্ট্রেও হোক নাগরিকপঞ্জি: রাজ ঠাকরে

News Sundarban.com :
জুলাই ৩১, ২০১৮
news-image

অসমের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া ৩০ জুলাই প্রকাশিত হয়েছে । মোট আবেদনকারী ছিল প্রায় ৩কোটি ২৯ লক্ষ । ৬কোটি ৫৬লক্ষ প্রমাণপত্র খতিয়ে দেখার পর ও ১৬রাউন্ড ডিগিটাইজেশন প্রক্রিয়ার পর অবশেষে এই তালিকা প্রকাশ করল এনআরসি । চূড়ান্ত খসড়ার নাগরিক তালিকা থেকে বাদ পড়লেন প্রায় ৪০ লক্ষ মানুষ। এই নিয়ে উত্তাল ছিল সংসদও । অসম সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একদিকে যেমন সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা, এই পদক্ষেপকে সমর্থনও করেছেন আরও এক পক্ষ ।
নাগরিকপঞ্জি সমর্থন করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে । এদিন তিনি জানিয়েছেন মহারাষ্ট্র সরকারেরও উচিৎ একইভাবে বৈধ নাগরিকদের একটি তালিকা তৈরি করা । মহারাষ্ট্রে বিশেষ করে মুম্বই শহরে প্রতিনিয়ত বেড়ে চলেছে বাংলাদেশির সংখ্যা । তাঁদের দেশে পাঠাতে মহারাষ্ট্র সরকারের উচিৎ সোনোয়াল সরকারের পদক্ষেপকে অনুসরণ করা, মন্তব্য করেছেন ঠাকরে ।গতকাল এই খসড়া তালিকায় নাম না ওঠায় আপাতত নাগরিক তকমা হারিয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ। নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে ভোটাধিকারও নেই তাঁদের । দ্বিতীয় দফার আবেদন করা যাবে এই বলে আপাতত তাঁদের আশ্বস্ত করেছে অসম সরকার । কিন্তু নাগরিকত্ব বিভ্রাটের সঠিক সমাধান কী সেই নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন ।