শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানব সেবায় সুন্দরবনের বিখ্যাত ডাকাত গোকুল মহারাজ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৬, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

-একদা জলে-স্থলে দাপটের সাথে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে ডাকাতি করেছেন।প্রত্যন্ত সুন্দরবন মানুষের কাছে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকেও বেশী ভয়ানক দস্যু এবং ডাকাত হিসাবে গোকুল নস্করের পরিচিতি।দীর্ঘকাল ডাকাতি ছেড়ে সমাজসেবার কাজে নিজেকে আত্মনিয়োগ করে ইদানিং দৃষ্টান্ত স্থাপন করেছেন।একটা সময় ধনী ব্যাক্তিদের কাছে যম হিসাবে নামডাক ছিল বর্তমানে তিনি দরিদ্র মানুষের কাছে মহারাজ গোকুল।রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার  কুলতলি থানার ডোঙাজোড়া গ্রামে নিজের আশ্রমে আয়োজন করেন ৬০০জন শিশু বৃদ্ধ-বৃদ্ধাদের কে নরনারায়ণ সেবা এবং প্রায় ৪০০ দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের কে কম্বল,ধুতি,শাড়ী বিতরণ করেন মহারাজ গোকুল।এদিন বস্ত্র বিতরণের পর মহারাজ গোকুল আপেক্ষ করে বলেন “আমি বয়সের ভারে ভারাক্রান্ত।আগামী দিনে আমার এই আশ্রম কে দেখবে কিভাবেই বা চলবে সেই চিন্তা খুবই চিন্তিত”।
সুশিলা মন্ডল,অনিল সরদার,ঘনশ্যাম নস্কর রা বলেন“গোকুল মহারাজে কৃপায় বেঁচে আছি। তিনি আমাদের পাশে সাহায্যের হাত না বাড়িয়ে দিলে আরো বেশী করে অসহায় হয়ে পড়তাম”।