শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্থানকে হামলার উপযুক্ত জবাব দেবে ভারত

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১২, ২০১৮
news-image

দিনে দিনে জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হামলা বেড়েই চলেছে৷ এই উত্তপ্ত পরিবেশের মধ্যে সোমবার সাঞ্জোয়ানের সেনা ক্যাম্পে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন৷ সেখান থেকে আর্মি হাসপাতালে গেলেন, যেখানে ভরতি আহত সেনারা৷ তিনি জানিয়েছেন, সাঞ্জোয়ানে সেনা অভিযান অনেক আগেই শেষ হয়ে গেলেও এ নিয়ে তদন্ত চলছে৷ তিনি জানান, জঙ্গিরা সেনার পোশাকে এসেছিল এবং সেনাদের পরিবারকেই টার্গেট করার চেষ্টা করেছিল তারা৷ সোমবার লস্করের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে নেওয়ার খবর উঠে এসেছে৷ সীতারামন জানান, পাকিস্তানকে বারবার হুঁশিয়ার করা সত্ত্বেও সে একই কাজ করছে৷ সেনাদের আত্মত্যাগ বিফলে যাবে না৷ পাকিস্তানকে এই ধরনের কাজের মূল্য দিতে হবে৷ উপযুক্ত সময়ে পাকিস্তানের এই সন্ত্রাসবাদের জবাব দেবে ভারত৷ আর এর জন্য উন্নত অস্ত্রের ওপরও জোর দিতে বলেন তিনি৷ পাশাপাশি তিনি এও জানান, জঙ্গিদের সাহায্য করার জন্য পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘন করছে৷ তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গেও এই বিষয়ে কথা বলেন৷