মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর

News Sundarban.com :
জানুয়ারি ২৪, ২০১৮
news-image

রাত পোহালে দেশজুড়ে মুক্তি পাবে পদ্মাবত৷ ছবিটি যাতে নির্বিঘ্নে দেখতে পারে দর্শক, তার নিরাপত্তায় মুড়ে ফেলা হবে গোটা শহরের প্রতিটি সিনেমা হল৷ লালবাজার সূত্রে এখবর জানা গিয়েছে৷
আজ 3D-তে মুক্তি পেয়েছে পদ্মাবত৷ কাল দেশজুড়ে মুক্তি পাবে৷ তার আগে কলকাতায় মাল্টিপ্লেক্স স্ক্রিনগুলিতে বসানো হয়েছে পুলিশ প্রহরা৷ ব্যবস্থা আজ থেকেই শুরু হয়ে গিয়েছে৷ কোয়েস্ট মল, লেক মল, অ্যাক্রোপলিসের মতো জায়গায় জারি হয়েছে আগাম সতর্কতা৷ সিনেমাহলের বাইরে মোতায়েন হয়েছে পুলিশ৷ আগামিকাল থেকে পাকাপাকিভাবে পুলিশ পোস্টিংয়ের বন্দোবস্ত করা হবে৷ আইন যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার জন্য সিনেমাহলের মধ্যেও থাকবে সাদা পোশাকের পুলিশ৷ সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে কলকাতার ২০টি সিনেমাহলে পুলিশ মোতায়েন করা হবে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে৷ সেই সঙ্গে প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় যেকটি সিনেমাহল রয়েছে, সেখানে যেন পুলিশ মোতায়েন করা হয়৷ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে হবে পুলিশকেই৷