মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাগরিকদের সুরক্ষায় সক্ষম সেনা: নির্মলা

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৬, ২০১৭
news-image

সাধারণ মানুষের সুরক্ষা দিতে তাঁর মন্ত্রক ও ভারতীয় সেনা সক্ষম। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, দেশের নাগরিকরা পরিবার সহ যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করতে প্রতিরক্ষা মন্ত্রক ও সেনা পুরোপুরি প্রস্তুত।
নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান যে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে তার উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, এই বিষয়ে এখন বিস্তারিতভাবে কিছু না বললেও এতটুকু আশ্বস্ত করতে পারি যে পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের উপর নজরদারি চালানো হচ্ছে।
এদিকে ডোকলাম ইসু্যতে ভারতের অবস্থান স্পষ্ট বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। বলেন, বিদেশমন্ত্রক ইতিমধ্যেই এনিয়ে বিবৃতি দিয়েছে। তাই এবিষয়ে আমার আর কিছু বলার নেই।