বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে ৩৪ রানে হারায় ভারতের অনূর্ধ্ব ২৩ দল

News Sundarban.com :
সেপ্টেম্বর ২০, ২০১৯
news-image

১৯২ রান। আধুনিক ক্রিকেটা আহামরি লক্ষ্যমাত্রা নয়। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের জন্য শেষমেশ সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও ব্যর্থ হল বাংলাদেশের অনূর্ধ্ব ২৩ দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে জিতে এগিয়ে গেল ভারতীয় দল। এদিন লখনৌতে বাংলাদেশকে ৩৪ রানে হারায় ভারতের অনূর্ধ্ব ২৩ দল। বাংলাদেশের বোলাররা দুরন্ত পারফর্ম করলেও ব্যাটিং লাইন-আপ দলকে ডুবিয়ে দিল।

আগেরদিন ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য সেদিন খেলা হয়নি। রিজার্ভ ডে-তে টস জিতে ভারতীয় দলকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। ভারতের দুই ওপেনার রান পাননি। আরিয়ান জুয়েল (৬৯) ও বিআর শরথ (৪২)-এর ইনিংসের সৌজন্যে ভদ্রস্থ রান তোলে ভারতীয় দল। এই দুই ভারতীয় ব্যাটসম্যান ছাড় আর কেউ রান পাননি। বাংলাদেশের মেহেদি হাসান তিন উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৮ রানে।