শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রয়াত অরুণাচলের স্বাস্থ্যমন্ত্রী জোমডে কেনা

News Sundarban.com :
সেপ্টেম্বর ৬, ২০১৭
news-image

প্রয়াত হলেন অরুণাচল প্রদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জোমডে কেনা। শারীরিক অসুস্থতাজনিত কারণে সোমবার রাত ৯টা নাগাদ গুয়াহাটিতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। শারীরিক অসুস্থতাজনিত কারণে গত কয়েক মাস ধরে গুয়াহাটির একটি প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন ছিল অরুণাচলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জোমডে কেনা। চিকিত্সকদের বহু চেষ্টার পরও তাঁকে বাঁচানো সম্ভব হল না। সোমবার রাত ৯টা নাগাদ হাসপাতালেই জীবনাবসান হয়েছে জোমডে কেনার। প্রয়াত মন্ত্রীর স্ত্রী, চার কন্যা এবং দুই সন্তান রয়েছে।
জোমডে কেনার আচমকা প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বড় ভাইকে হারালাম, যিনি বন্ধুর থেকেও অনেক বেশি ছিলেন। তাঁর পরিবারকে সমবেদনা জানাই। উল্লেখ্য, নবাম টুকি সরকারের আমলে ডেপুটি স্পিকার নির্বাচিত হন জোমডে কেনা। তাছাড়া দর্জি খাণ্ডু-র আমলে পার্লামেন্টারি সচিব ছিলেন তিনি। লিকাবালি আসন থেকে ২০০৪ সালে প্রথম বিধানসভায় নির্বাচিত হন তিনি।