বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাম্পের সাবেক সহযোগী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে অভিযুক্ত

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০১৭
news-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনকালীন ক্যাম্পেইনের ম্যানেজার পাল ম্যানাফোর্ট রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে অভিযুক্ত হয়েছেন। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে প্রতারণাসহ ষড়যন্ত্র সংঘটিত হয়েছে বলে অভিযোগে বলা হয়।

কর ফাঁকি, মানি লন্ডারিংসহ ট্রাম্পের সাবেক সহযোগী পল ম্যানাফোর্ট ও তার ব্যবসায়িক সহযোগী রিক গেটসের বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়েছে বলে সোমবার রাতে বিবিসির খবরে বলা হয়।

এ ঘটনায় ম্যানাফোর্ট এবং তার আইনজীবী ওয়াশিংটনের এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) কার্যালয়ে গেছেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার নাক গলানো এবং ট্রাম্পের ক্যাম্পেইনের সঙ্গে মস্কোর যোগসাজশের অভিযোগ নিয়ে তদন্ত শুরুর পর প্রথমবারের মতো এমন অভিযোগে কাউকে অভিযুক্ত করা হলো।

রবার্ট মূলারের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিটি রাশিয়া ও ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে অভিযোগের পক্ষে সম্পৃক্ততা খতিয়ে দেখছে। তবে উভয় পক্ষ উথাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছে।