বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজমিস্ত্রি সনাতন সিংহের বাড়িতে অমিত শাহ মধ্যাহ্ন ভোজন

News Sundarban.com :
ডিসেম্বর ১৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  রাজমিস্ত্রি সনাতন সিংহের বাড়িতে অমিত শাহ মধ্যাহ্ন ভোজন করবেন। সেজন্য সেই বাড়িতে এখন সাজো সাজো রব। বৃহস্পতিবার থেকে শালবনি থানার কর্ণগড় ১০ নম্বর পঞ্চায়েতের বালীজুড়ি গ্রামে মাটির দেওয়াল রং করে সাজানো শুরু হয়েছে। বাড়ির কর্তা সনাতন জানিয়েছেন, এমন একজন ব্যক্তি আসছেন যার জন্য গর্বিত। কি কি রান্না হবে? অমিত শাহ  বলে কথা! স্পেশাল কিছু রান্না হবে কি? সনাতনের মা জানালেন, একেবারে সাধারণ রেজকার পদ রান্না হবে। সেনুতে থাকছে- ভাত, ডাল, রুটি, পটল, উচ্ছে, ঢেঁড়স, খোসলা শাক ভাজা, শুক্ত, ফুলকপির তরকারি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়।

কলাপাতায় খাওয়ানো হবে। রান্না করবেন সনাতনের স্ত্রী সরস্বতী ও মা যমুনা। বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসবেন জানতে পেরে আপ্লুত সনাতন সিংয়ের পরিবার। ২৬ বছরের সনাতন রাজমিস্ত্রির কাজ ছাড়াও নিজের বিঘা তিনেক জমিতে ধান চাষ করেন। তা দিয়েই চলে সংসার। বাবা ঝুনু চাষের কাজে সহযোগিতা করেন। আছে তিন বছরের মেয়ে সুস্মিতা।

ছোট্ট সুস্মিতা অবাক হচ্ছে হঠাৎ বাড়িতে এত মানুষের সমাগম দেখে। একচালা মাটির বাড়ি। সামনেই বড় উঠোন। পাশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হচ্ছে একটি পাকা বাড়ি। উঠোন, মাটির মেঝে, দেওয়াল নিকিয়ে ঝকঝকে করার পালা চলছে এখনও, কেন্দ্রের মন্ত্রী আসবেন বলে কথা!