শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলার মানুষ হিংসা বিশ্বাস করে না: শিক্ষামন্ত্রী

News Sundarban.com :
জুন ২৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ  শহরজুড়ে বেড়ে চলেছে করনা সংক্রমণ। সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্যই বন্ধ রয়েছে স্কুল ও কলেজগুলি। আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সব স্কুল কলেজ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, স্কুল ও কলেজগুলো ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে স্কুল গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজের অতিথি শিক্ষকদের নিয়ে ২৩ ডিসেম্বর একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মঙ্গলবার এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী বলেন, বিজ্ঞপ্তি অনুযায়ী কলেজগুলোর অতিথি শিক্ষকদের গোটা বিষয়টি জানানো হবে। সরকারি যা সিদ্ধান্ত নেওয়া হবে তা অতি দ্রুত কলেজকে জানিয়ে দেওয়া হবে।

নাম না করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে দুষলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, তৃণমূল অহিংসবাদী দল। আমরা হিংসায় বিশ্বাস করিনা। বাংলার মানুষ হিংসা বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করে। ইতিমধ্যে করোনা ও আমফান নিয়ে আমরা শিবাকার্যে ব্যস্ত। যারা কোনো কাজ করছেন না তাদের কাছে জানতে চান পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে কেন