শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মা দুর্গার মুখমণ্ডলের পুজো করা হয় কেতুগ্রামে

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৪, ২০১৭
news-image

কেতুগ্রামের গোমাই গ্রামে কেবলমাত্র মা দুর্গার মুখমণ্ডলের পুজো করা হয়। বহু বছর ধরেই এখানে পুজোর এই রীতি। এ সম্পর্কে নানান লোকগল্পও ছড়িয়ে আছে। এমনই এক গল্প বাবু হরগোবিন্দ রায় সম্পর্কে।
গ্রামবাসীদের মুখে মুখে এখন ফেরে সেইসব কাহিনি। যেমন, হরগোবিন্দ গ্রামের পুকুরঘাটে গিয়ে দেখেন, স্নান করছেন দেবী দুর্গা।এমন অসময়ে কোনও মানুষ এসে হাজির হবেন, স্বপ্নেও ভাবেননি দেবী।গোটা শরীর ডুবিয়ে ফেললেও মাথা থেকে গলা পর্যন্ত ডোবাতে পারেননি।আর এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে হরগোবিন্দ রায় মশাইয়ের রাতে ঘুম ছোটার দাখিল।শেষরাতে ঘুমিয়ে পড়তেই শোনেন, দুর্গার স্বপ্নাদেশ। মা তাঁকে বলছেন, আমার যেটুকু অংশ দেখেছিস, সেটুকুরই মূর্তি বানিয়ে পুজো কর। সেই থেকে কেতুগ্রামের গোমাই গ্রামের জমিদার রায় পরিবারে মা দুর্গার কাটা মুণ্ডু পুজো করে আসছে। তবে গ্রামে এনিয়ে আরও নানা গল্প প্রচলিত আছে। যেমন, বহুকাল আগে এই রায় পরিবারের পূর্বপুরুষ থাকতেন বুদবুদের কাছে দিকনগর লাগোয়া অমরাগড়ের জঙ্গলের কাছে। শরিকি গণ্ডগোলের জেরে এই পরিবারের এক শরিক চলে আসেন কেতুগ্রামের গোমাই গ্রামে। সেখানে জমিদারি পত্তনের পাশাপাশি পারিবারিক দুর্গাপুজোও চালু করেন।