শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সূর্য নমস্কারের বিশ্ব রেকর্ড গড়ে বর্ষবরণ করল গুজরাট

News Sundarban.com :
জানুয়ারি ১, ২০২৪

সূর্য নমস্কারের বিশ্ব রেকর্ড গড়ে বর্ষবরণ করল গুজরাট । সোমবার রাজ্যের ১০৮টি জায়গায় একসঙ্গে সূর্য নমস্কার করলেন ৪ হাজারেরও বেশি মানুষ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে এই উদ্যোগ। নতুন বছরের শুরুতে নিজের রাজ্যের এই নজিরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে গুজরাটকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

গিনেস বুকে গুজরাটের নাম ওঠার পরে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “অসাধারণ একটা নজির গড়ে ২০২৪কে স্বাগত জানিয়েছে গুজরাট। একসঙ্গে ১০৮টি জায়গায় সর্বাধিক মানুষ সূর্য নমস্কার করেছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে এই উদ্যোগ। ১০৮ সংখ্যাটি আমাদের সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ। দেশবাসীকে অনুরোধ, আপনাদের দৈনন্দিন জীবনে সূর্য নমস্কার করুন। অনেক উপকৃত হবেন।”