রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন বছরের শুরুতেই জোরাল ভূমিকম্পে কাঁপল জাপান

News Sundarban.com :
জানুয়ারি ১, ২০২৪
news-image

বছরের প্রথম দিনেই বড়সড় বিপর্যয় জাপানে । নতুন বছরের শুরুতেই জোরাল ভূমিকম্পে কাঁপল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পের ফলে জারি হল সুনামির সতর্কতা। ইতিমধ্যেই ওয়াজিমা উপকূলে ১.২ মিটার ঢেউ ওঠা শুরু হয়েছে। ফলে ভূমিকম্পের ঠিক পরেই শুরু হয়ে গিয়েছে সুনামি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য জাপান। জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ প্রবল ভূমিকম্প হয় জাপানের নানা শহরে। জাপানি স্কেলের ৭এর বেশি মাত্রায় কেঁপে ওঠে দেশের পশ্চিমদিকের এলাকাগুলো। কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও-সহ একাধিক বড় শহরে। দেশের পশ্চিম উপকূলে জারি হয়েছে সুনামি সতর্কতা। সঙ্গে সঙ্গেই উপকূলবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। দেশজুড়ে জারি হয় সুনামি সতর্কতা। সমুদ্রের ঢেউ ৫ মিটার পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা আবহাওয়া দফতরের।