বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের একবার নারী ক্ষমতায়নের উপর বাড়তি জোর দিলেন মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
ডিসেম্বর ১২, ২০২৩
news-image

মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভা থেকে ফের একবার নারী ক্ষমতায়নের উপর বাড়তি জোর দিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের দাবি, মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের উপর বাড়তি জোর দিয়েছেন । তাঁর সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার মতো একাধিক প্রকল্প চালু করেছে। রাজ্যস্তরের ভোটে মহিলাদের জন্য আসন সংরক্ষণ বাড়িয়ে ৩৩ শতাংশ করেছে তাঁর সরকার।

শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদানের সভা থেকে মহিলাদের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দেন মমতা। তিনি বলেন, ‘কন্যাশ্রীর মেয়েরা ভাগ্যশ্রী হবে, বিশ্বশ্রী হবে। কন্যাশ্রীর মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক হবে এবং নাম করবে। নাম করতে হবে, এগিয়ে চল। দিদি তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে। ঘরের মেয়েরা কী করতে পারে, তাঁদের মানুষের মতো মানুষ তৈরি করে আমি দেখাব। মেয়েদের বাবা-মায়েদের চিন্তা করার কোনও কারণ নেই।’

এদিনের সভা থেকে বাল্যবিবাহ বন্ধ নিয়েও বাবা-মায়েদের উদ্দেশে বার্তা দিয়েছে মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘১৮ বছরের আগে বিয়ে দেবেন কেন? ওরা তো পড়াশোনা করার জন্য টাকা পাচ্ছে। ওদের পড়ান। আপনার মেয়ে একদিন সব থেকে বড় অহংকার হবে। একদিন সে বিদেশে যাবে, টাকা উপার্জন করে আপনাদের পাঠাবে। আপনাদের চিকিৎসার বন্দোবস্ত করবে। মানুষের মতো মানুষ তৈরি হবে। সবুজসাথী ভাই বোনদেরও নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বজয় করতে হবে।’