শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স

News Sundarban.com :
নভেম্বর ১৭, ২০২৩
news-image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। শুক্রবার ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা বলেছে ৬.৭। আর এর উৎপত্তিস্থল বলেছে মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, সমতলের ৭৮ কিলোমিটার গভীরে।

অবশ্য জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চলে। এদিন স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে ‍ভূমিকম্পটি অনুভুত হয়। ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানানো হয়েছে।

ভুমিকম্প পরবর্তী কোনও সুনামি আশা করা হচ্ছে না বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এর আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।