সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানি সামরিক বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা

News Sundarban.com :
নভেম্বর ৪, ২০২৩
news-image

শনিবার সকালে পাকিস্তানি সামরিক বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা। খবর অনুযায়ী, সন্ত্রাসবাদীরা পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে সেনা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। হামলায় এখনও পর্যন্ত তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গেছে, শনিবার ভোরে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে বায়ুসেনার ঘাঁটি কেঁপে ওঠে গুলির শব্দে। প্রায় ছ’জন সশস্ত্র জঙ্গি ঘাঁটিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। কিছু সন্ত্রাসবাদীরা মই ব্যবহার করে তার কেটে এয়ারবেসের দেওয়ালে উঠেছিল। এই হামলার সাথে সম্পর্কিত যে ছবিগুল উঠে এসেছে তাতে দেখা যায় বিমানঘাঁটিতে আগুন লেগেছে।

হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ নামে তালিবান সমর্থিত এক জঙ্গিগোষ্ঠী। তিন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেলেও এখনও সেখানে রয়েছে আরও তিন জঙ্গি। তাদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই চলছে।