রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিম্নচাপের জন্য পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর

News Sundarban.com :
অক্টোবর ১৮, ২০২৩
news-image

ফের নিম্নচাপের ভ্রূকুটি, আর সেই নিম্নচাপের জন্য পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, সপ্তমীর দিন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে।শক্তিশালী হয়ে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ অন্ধ্র-ওডিশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে নবমী ও দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ও বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মূলত উপকূল সংলগ্ন জেলাগুলিতেই বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনই কোনও রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।