শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২০০০ মানুষের মৃত্যু, আহত ৬০০-রও বেশি

News Sundarban.com :
অক্টোবর ৮, ২০২৩
news-image

ভয়াবহ ভূমিকম্পে একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২০০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত ৬০০-রও বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সীমান্ত সংলগ্ন অঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিমের শহর হেরাত। ৬ দশমিক ৩ মাত্রার ও আরও দু”টি ভূকম্পনের জেরে বহু বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, স্কুল এবং মসজিদ। ৬টি গ্রাম একেবারে মাটিতে মিশে গিয়েছে। এই দুঃসময়ে সাহায্য চাইছে তালিবান।

হেরাতের বিপর্যয় ব্যবস্থাপন বিভাগের প্রধান মোসা আসারি জানিয়েছেন, পরপর তিনবার জোরালো মাত্রায় কম্পনের ফলে বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে পড়েন। এদের মধ্যে মহিলা, শিশু এবং বয়স্ক মানুষেরা রয়েছেন। আহতদের উদ্ধারে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার পেরিয়েছে এবং আরও ৬০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।