শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গু দমনে ড্রোন ক্যামেরায় নজরদারি বারুইপুরে

News Sundarban.com :
অক্টোবর ৫, ২০২৩
news-image

গত কয়েকদিনে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ডেঙ্গুর প্রকোপ প্রচুর বেড়েছে। ইতিমধ্যেই সেই ডেঙ্গু দমনে নানারকম ব্যবস্থা গ্রহণ করেছে বারুইপুর পুরসভা। তবে এবার এই ডেঙ্গু দমন করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করল বারুইপুর পুরসভা।

 

পুরসভার তরফে বৃহস্পতিবার ড্রোন ক্যামেরা উড়িয়ে কোথায় কোথায় নোংরা জল, আবর্জনা জমে রয়েছে সেই জায়গাগুলি চিহ্নিত করা হয়। উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার পৌর প্রধান শক্তি রায়চৌধুরী ও পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

সামনেই পূজোর মরসুম। বিশেষত এই সময় ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে, রাজ্য সরকারের নির্দেশ এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়েছে পুরসভা কতৃপক্ষ। বিভিন্ন জায়গায় ছাদের উপরে আবর্জনা ও জল জমে থাকে, সেখানে সাধারণভাবে নজরদারি করা সম্ভব নয়। সেই জমা জলেও ডেঙ্গুর মশা জন্মায়। এদিন ড্রোন উড়িয়ে সেই সমস্ত জায়গায় নজরদারির সাথে সাথে যেখানে কর্মীরা পৌঁছাতে পারেনা সেখানেও নজরদারির চালানো হয়। কোথাও জমা জল বা আবর্জনা দেখলেই দ্রুত তা পরিস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান।