মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সায়গলের জামিনের আবেদন খারিজ

News Sundarban.com :
সেপ্টেম্বর ২০, ২০২৩
news-image

গোরুপাচার মামলায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী জেলবন্দি তৃণমূল নেতার দেহরক্ষীর জামিন আবেদন খারিজ করলেন।

এদিন আদালতে সায়গলের জামিন মামলার শুনানি হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন, গোরু পাচারের মূল মামলা দিল্লিতে। তাই কলকাতা হাইকোর্ট এই মামলা কোনওভাবেই শুনতে পারে না। এরপরই সায়গলের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। গোরু পাচারকাণ্ডে গ্রেফতারির পর জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অনুব্রত ঘনিষ্ঠ সায়গল। কিন্তু ফের তা খারিজ করে দিল আদালত।

৯ জুন কলকাতা নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অনুব্রতর দেহরক্ষী সায়গলকে গ্রেফতার করে সিবিআই। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির কারণে গ্রেফতার করা হয়। তৃণমূল নেতার দেহরক্ষীকে গোরু পাচারকারী ও প্রভাবশালীদের মধ্যেকার ‘মিডলম্যান’ বলে দাবি করে তদন্তকারী সংস্থা।