বির্পযস্ত হিমাচল প্রদেশের পাশে দাঁড়াল বাংলা, ১ কোটি টাকা আর্থিক সাহায্য

প্রাকৃতিক বিপর্যয়ে বির্পযস্ত হিমাচল প্রদেশের পাশে দাঁড়াল বাংলা। রাজ্য সরকারের তরফে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে হিমাচল সরকারকে। মুখ্যমন্ত্রী নিজেই এই খবর জানিয়েছেন।
বৃষ্টি ও ধসের কারণে মৃতের সংখ্যা একশোর কাছাকাছি। প্রায় দশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এখনও সিমলার মন্দিরের ধ্বংসাবশেষের তলায় বেশ কয়েকজনের দেহ চাপা পড়া অবস্থায় উদ্ধার হয়েছে। বন্যা বিপর্যস্ত হিমাচলের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
কেন্দ্রের তরফে মোট ৩৬০ কোটি টাকা দেওয়া হয়েছে । এবার পশ্চিমবঙ্গ পাশে দাঁড়াল বৃষ্টি বিধ্বস্ত হিমাচলের।