শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মৎস্যজীবিদের জালে আটকে কুমির, উদ্ধার করলো বনদফতর

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০২৩
news-image

বিশ্লেষণ মজুমদার, বাসন্তী – মৎস্যজীবিদের জালে ধরা পড়লো এক বিশালাকৃতির কুমির।সেই কুমির দেখতে ভীড় জমালেন হাজার হাজার গ্রামবাসী।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের ভাঙনখালি সংলগ্ন সুন্দরবনের মাতলা নদীতে।ঘটনার খবর জানতে পেরে কুমির টি উদ্ধার করে সুন্দরবনের নদীতে ছেড়ে দিয়েছে বনদফতর।

স্থানীয় ও বনদফতর সুত্রে জানা গিয়েছে,অন্যান্য দিনের মতো রবিবার রাতে ভাঙনখালি এলাকায় মাতলা নদীতে জাল পেতেছিলেন মৎস্যজীবীরা।সোমবার সকালে জাল তুলতেই তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়।জালে জড়িয়ে বিশালাকৃতির কুমির।কি করবেন ভেবে উঠতে পারছিলেন না।তারা স্থানীয় শিমূলতলা পুলিশ ক্যাম্পে কুমির ধরা পড়ার খবরটি জানায়।ঘটনাস্থলে হাজীর হায় শিমূলতলা ক্যাম্পের পুলিশ।তাঁরা ঝড়খালি বনদফতরের অফিসে খবরটি জানালে,বনদফতরের লোকজন তড়িঘড়ি ভাঙনখালিতে হাজীর হয়। কুমিরটি কে সুস্থ অবস্থায় উদ্ধার করে ঝড়খালি নিয়ে যায়।বনদফতর সুত্রে জানা গিয়েছে,মৎস্যজীবিদের জালে একটি ৪ ফুট লম্বা মেয়ে কুমির ধরা পড়েছিল।সেটি উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুস্থ থাকায় কুমিরটি কে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।