বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাজি কারখানার মালিক আইএসএফ-এর লোক: রথীন ঘোষ

News Sundarban.com :
আগস্ট ২৭, ২০২৩
news-image

উত্তর ২৪ পরগনার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর থেকেই খাদ্য়মন্ত্রী রথীন ঘোষের দিকে আঙুল তুলেছেন এলাকাবাসী। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। বারবার বলেছেন রাজ্যের মন্ত্রী সবটাই জানতেন। তবে সেই দাবিকে উড়িয়ে দিয়ে মন্ত্রী জানিয়েছেন, আমি কিছু জানতাম না, বাজি কারখানার মালিক আইএসএফ-এর লোক।

 

তিনি বলেন, আজ সকালে জানতে পেরেছি এই কাজের সঙ্গে আইএসএফ-এর একটি ছেলে যুক্ত। ওর নাম রমজান। সে এই বাজির কারখানা চালায়। উল্টোদিকে খুদে বলে একটি এলাকার লোক আছে। যার বাড়িতে বিভিন্ন শ্রমিকরা আসেন। ওরা ওই বাড়িতে বসে খাওয়া-দাওয়া করছিল। সেই সময় ব্লাস্ট হয়। এখনও পর্যন্ত সনাক্ত করা যায়নি।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন বলেন, আমি যা শুনলাম, মুর্শিদাবাদে একজন রয়েছে চিনার শেঠ, রমজান আলি ওরফে কালো। উনি আসলে আইএসএফ নেতা। বাড়িতে দলীয় কার্যালয়ও রয়েছে । ওঁর বাড়ির গোডাউনেও এখনও বাজি পাবেন।” কিন্তু স্থানীয়রা যে সামসুল আলির দিকে আঙুল তুলছেন, তিনিই বেআইনি বাজি কারখানার মালিক এবং তৃণমূলের সক্রিয় কর্মী বলে অভিযোগ করছেন?