বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩ আগস্ট ‘জাতীয় মহাকাশ দিবস’, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

News Sundarban.com :
আগস্ট ২৬, ২০২৩
news-image

চন্দ্রযান-৩ মিশনের সাফল্যে ও সেই সঙ্গে ভারতের চাঁদ স্পর্শের দিনটি, অর্থাৎ ২৩ আগস্টকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে বেঙ্গালুরুতে ইসরোর কার্যালয়ে ইসরোর প্রধান এস সোমনাথ ও অন্যান্য বিজ্ঞানীদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, “২৩ আগস্ট চাঁদে পতাকা উত্তোলন করেছিল ভারত। এখন থেকে সেই দিনটি ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসাবে পরিচিত হবে।”

তিনি আরও বলেন, “চন্দ্রপৃষ্ঠের যে স্থানটিতে চন্দ্রযান-২ নিজস্ব পায়ের ছাপ রেখে গিয়েছে সেটি ‘তিরঙ্গা’ নামে পরিচিত হবে। এটি ভারতের প্রতিটি প্রচেষ্টার জন্য একটি অনুপ্রেরণা হবে। এটা আমাদের মনে করিয়ে দেবে যে কোনও ব্যর্থতা চূড়ান্ত নয়।” পাশাপাশি চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম ‘শিবশক্তি’ রেখেছেন প্রধানমন্ত্রী মোদী।