শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ থেকে আনুষ্ঠনিকভাবে ‘বাংলার শাড়ি’ ব্র্যান্ডের সূচনা হবে

News Sundarban.com :
আগস্ট ২৩, ২০২৩
news-image

শাড়ি প্রেমীদের জন্য সুখবর৷ বাংলার শাড়ির নিজস্ব ব্র্যান্ডের কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ থেকে আনুষ্ঠনিকভাবে সেই ব্র্যান্ড ‘বাংলার শাড়ি’ সূচনা করতে চলেছেন তিনি।

পুজোর আগেই আপাতত দক্ষিণাপন ও দিঘা দুই জায়গায় তৈরি হচ্ছে আউটলেট। সেখান থেকেই সস্তায় শাড়ি পাবেন শাড়িপ্রেমীরা৷ এই স্টোর থেকে মিলবে বিভিন্ন জেলার শাড়ি৷ এই স্টোর চালু হলে বুধবারই এই দু’টি আউটলেটেরও উদ্বোধন করবেন মমতা।

একই সঙ্গে শিল্পোদ্যোগীদের দুয়ারে কর্মসূচির সূচনাও হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত দিয়েই। এছাড়া এই মঞ্চ থেকেই বাংলার হস্তশিল্প, তাঁত ও লোক শিল্প মেলার প্রদর্শনী হতে চলেছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে।