বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাতৃভাষার গুরুত্ব নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
আগস্ট ৯, ২০২৩
news-image

স্কুল শিক্ষায় তিন ভাষার ফর্মুলার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন এই তিনটি ভাষার মধ্যে প্রথমে থাকবে মাতৃভাষা। অন্য দুটি ভাষা যার যেরকম পছন্দ নিতে পারে। কিন্তু প্রথম ভাষা হতে হবে নিজের অর্থাৎ মাতৃভাষা। ঝাড়গ্রামের সভা থেকে ঘোষণা করলেন মমতা।

এদিন ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে তিনটি ভাষার সূত্র। যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের প্রথম ভাষা বাংলা। আর দুটো তারা যে কোনও ভাষা নিতে পারে। যারা অষ্টম শ্রেণি পর্যন্ত অলচিকি মাধ্যমে পড়ে অলচিকি তাদের প্রথম ভাষা।

মুখ্যমন্ত্রী বলেন, পরে আরও দুটো ভাষা নেওয়ার সুযোগ থাকবে। তেমন ভাবে যার প্রথম ভাষা রাজবংশী, নেপালি, তারাও একইভাবে পড়তে পারবে। বাংলায় আমরা বাস করি। তার মানে এটা নয় যে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু মনে রাখতে হবে ‘তিন ভাষার সূত্রতে মাতৃভাষা থাকবে এক নম্বরে। বাকি দুটো বিষয় ছাত্ররা বেছে নেবে।