সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি

News Sundarban.com :
আগস্ট ৭, ২০২৩
news-image

আগামী পাঁচ দিন উত্তরাখণ্ড, উত্তর প্রদেশের উত্তরাঞ্চল, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। এছাড়াও দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত অবস্থান করায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে ‘কমলা সতর্কতা’ জারি করে অরুণা চলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে আগামী ৫ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান ও দুই ২৪ পরগণায়। উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।