মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

News Sundarban.com :
আগস্ট ৭, ২০২৩
news-image

সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার বাড়ি ফেরার অপেক্ষায় তিনি। সম্ভবত বুধবারই বাড়ি ফিরতে পারেন ৭৯ বছর বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন। তিনি সজাগ আছেন, চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন।

সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধদেববাবু সংক্রমণমুক্ত। মঙ্গলবার বুদ্ধদেবের রক্তপরীক্ষা করানো হবে। সব পরিস্থিতি খতিয়ে দেখার পরই বুধবার হাসপাতাল থেকে বুদ্ধদেবকে ছাড়া হতে পারে। তবে এখনই বুদ্ধদেবের রাইলস টিউব খোলা হচ্ছে না। খাবার তিনি গলাধঃকরণ করতে পারছেন কি না, পরীক্ষা করে তা দেখা হচ্ছে। চলছে ‘সোয়ালো অ্যাসেসমেন্ট’। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলবে ‘চেস্ট ফিজিওথেরাপি’ এবং রিহ্যাবিলিটেশন। তাঁর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে।