সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদের কাছাকাছি পৌঁছল চন্দ্রযান-৩, ২৩ আগস্ট সফল ল্যান্ডিংয়ের সম্ভাবনা

News Sundarban.com :
আগস্ট ৭, ২০২৩
news-image

চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-৩। আগামী ২৩ আগস্ট সফল ল্যান্ডিংয়ের সম্ভাবনা রয়েছে বলে ইসরো সূত্রে জানা যাচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৃতীয় চন্দ্রাভিযান চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথ হ্রাসের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বুধবার, ৯ আগস্ট ফের এই ধরণের প্রক্রিয়া চালানো হবে বলে ইসরো সূত্রের খবর।

আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই রকম আরও তিনটি কক্ষপথ হ্রাসের প্রক্রিয়া চলবে। এরপর ল্যান্ডার ও রোভারকে নামানোর প্রক্রিয়া শুরু হবে। আগামী ২৩ অগাস্ট রোভার সহ ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে ‘সফ্‌ট ল্যান্ডিং’-এর প্রয়াস চালাবে। রবিবার রাতে ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, চাঁদের ‘দেশে’ চন্দ্রযান-৩-এর প্রথম বারের কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে। চাঁদের আরও কাছে পৌঁছে গিয়েছে মহাকাশযানটি। সেটি বর্তমানে ১৭০ কিমি X ৪১৩১ কিমি কক্ষপথে অবস্থান করছে (অর্থাৎ, চাঁদের কক্ষপথে পৌঁছে প্রথম যে অবস্থানে ছিল চন্দ্রযান-৩, তার চেয়ে ১৭০ দূরে এগিয়েছে সেটি। চাঁদে পৌঁছতে আরও ৪,৩১৩ কিমি পাড়ি দিতে হবে)। ওই কক্ষপথে চাঁদের চারপাশে পাক খাচ্ছে ইসরোর চন্দ্রযান-৩।