রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের হাতে ভূয়ো আইনজীবি চোর গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য

News Sundarban.com :
আগস্ট ৭, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – ভূয়ো আইপিএস, পুলিশ অফিসার,চিকিৎসক এমন কি ভুয়ো মন্ত্রী একাধিকবার একাধিক স্থানে ধরা পড়েছে।এবার ক্যানিংয়ের বুকে ধরা পড়লো ভুয়ো আইনজীবী চোর।বিষয়টি নিয়ে ইতিমধ্যে ক্যানিং শহরের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতের মিঠাখালি গ্রামের ঘটনা।ভূয়ো আইনজীবির নাম ভোলা মোল্লা।ভূয়ো আইনজীবি কে রবিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার উত্তর মোকাম বেড়িয়া পঞ্চায়েতের নারায়নতলা এলাকার বাসিন্দা রহিমা মল্লিক।জীবন জীবিকার প্রয়োজনে ক্যানিংয়ের মিঠাখালি দাস পাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর স্বামী পরিযায়ী শ্রমিক হিসাবে গুজরাটের সুরাটে থাকেন। তাঁর ভাড়া বাড়িতে বোন ও ছেলে থাকতো।প্রায় মাস দুয়েক আগে বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও সোনা, রুপোর গয়না চুরি যায়।ঘটনার পর থেকে ওই ভাড়া বাড়ির পাশের ঘরে অপর ভাড়াটিয়া ভোলা মোল্লা’র হদিস মেলে না। এলাকাবাসীর দাবি ভোলা নিজেকে আইনজীবি পরিচয় দিয়ে থাকতো। এদিকে চুরির পর পরই ভোলা নিখোঁজ হওয়ায় রহিমা মল্লিকদের সন্দেহ হয় তার দিকে।রবিবার রাতে তারা খবর পান ভোলা ক্যানিং থানার তালদি পোল এলাকায় নতুন ভাড়া বাড়িতে থাকছে। সেখানে রহিমা মল্লিক’রা চলে যায়। অভিযোগ সেই বাড়ি থেকেই নিজেদের চুরি যাওয়া ব্যাগটি দেখতে পায়। যদিও চুরি যাওয়া টাকা ও গয়নার কোনো হদিস না মেলায় ক্যানিং থানার পুলিশকে জানালে পুলিশ রাতেই ওই ভাড়া বাড়িতে থেকে ভোলা মোল্লাকে গ্রেপ্তার করেছে।পাশাপাশি মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।