শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢোলাহাটে তৃনমূল কর্মীর বাড়িতে বিষ্ফোরন

News Sundarban.com :
জুলাই ৩১, ২০২৩
news-image

শিল্পা মাইতি, কাকদ্বীপ : ভোট মেটার পরও বোমা বিস্ফোরণের বিরাম নেই। গতকাল দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার নেতাজী গ্রাম পঞ্চায়েতের পাকুড়তলা গ্রামে গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল সমর্থকের বাড়িতে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে বাড়ির অ্যাসবেস্টরের ছাদের বেশ কিছু অংশ ভেঙে উড়ে গিয়েছে।

এমনকি বাড়ির আসবাবপত্রও বাড়ির বাইরে ছিটকে পড়ে বলে এলাকাবাসীদের অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক তৃণমূল সমর্থক আসাদুল খাঁ পলাতক। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা নিশ্চিত নয় পুলিশ। ঘটনার খবর পেয়ে ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ বিশাল বাহিনী নি্যে ঘটনাস্থলে পৌঁছয়। বাড়িতে মজুত বোমা বিস্ফোরণের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। মজুত বোমা আছে কি না তাও দেখছে পুলিশ। এই বুথ থেকে এবার আইএসএফ জয়ী হয়েছে।

জয়ী আইএসএফ প্রার্থী শোভান আলি খানের অভিযোগ, তৃণমূল নির্বাচনের সময় থেকে এই বোমাগুলি মজুত করেছিল। কিন্তু আইএসএফ ও সাধারণ মানুষের চাপে কিছু করে উঠতে পারনি। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক। তৃণমূলের তরফে জানানো হয়েছে যে ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তৃণমূলের কোনো কর্মী নয় আই এস এফ কর্মী।