রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চা বাগানে চিতাবাঘের হামলায় জখম শ্রমিক

News Sundarban.com :
জুলাই ২৯, ২০২৩
news-image

জলপাইগুড়ির নাগরাকাটার নয়া সাইলি চা বাগানে চিতাবাঘের হামলায় জখম শ্রমিক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

জানা গেছে, এদিন সকালে চা বাগানে কাজ করছিলেন ওমপ্রকাশ মিঞ্জ নামে বছর পঁয়ত্রিশের এক যুবক। এদিন তাঁকে দেওয়া হয়েছিল বাগানের ১০ নম্বর সেকশনে বর্ষায় বেড়ে ওঠা আগাছা ছাটাই এর কাজ। আপন মনেই আরও কয়েকজন সঙ্গী সাথীর সঙ্গে নিজের দ্বায়িত্বে ব্যস্ত ছিলেন ওমপ্রকাশ। সেইসময় চা গাছের ঝোপে ঘাঁটি গেড়ে থাকা একটি চিতাবাঘ ঝাপিয়ে পড়ে তাঁর ওপরে। টাল সামলে মাটিতে পড়ে যান ওই শ্রমিক।

 

প্রথম হামলার পর বুনোটিও তখন দ্বিতীয় হামলায় উদ্যত। ওমপ্রকাশের হাতে ছিল আগাছা ছাটাই এর কলম ছুরি। মাটিতে লুটিয়ে পড়া অবস্থাতেই সেটাকেই শুন্যে চালানো শুরু করেন তিনি। এতেই পাল্টা ভয় পেয়ে চম্পট দেয় হিংস্র জন্তুটি। কয়েক নিমেষের এই মানুষ- চিতাবাঘের লড়াইয়ের স্বাক্ষী থাকলেন সেখানে উপস্থিত অন্য শ্রমিকরা। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বড় হামলার হাত থেকে রক্ষা পাওয়া ওই যুবক এখন সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।