শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চোর সন্দেহে দুই মহিলাকে অর্ধনগ্ন করে গণপিটুনির অভিযোগ মালদায়, গ্রেপ্তার ৫

News Sundarban.com :
জুলাই ২২, ২০২৩
news-image

চোর সন্দেহে ভরা বাজারের মধ্যেই দুই মধ্যবয়স্ক মহিলাকে অর্ধনগ্ন করে গণপিটুনি দেওয়ার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। এই গণপিটুনির ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিভিন্ন রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। গত মঙ্গলবারের ঘটনার ছবি শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে অভিযোগ। আর তারপর শনিবার সকাল থেকে দফায় দফায় অবস্থান বিক্ষোভ শুরু করে জেলা বিজেপি নেতৃত্ব। এমনকী, এদিন পুলিশ সুপারের অফিসের সামনেও অবস্থান বিক্ষোভ করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ দলের জেলা নেতৃত্ব। এদিকে যেখানে ঘটনাটি ঘটেছে সেই বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় তদন্তে যায় মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন মহিলা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনা সূত্রপাত গত মঙ্গলবার মানিকচক থানার ফতেপুর গ্রামে দুই মধ্যবয়স্ক মহিলা বামনগোলা থানার পাকুয়াহাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন। সেখানেই ওই দুই মহিলাকে আচমকা কিছু মানুষ চোর বলে ধাওয়া করে। এরপরই পাকুয়াহাটের ভরা বাজারে ওই দুই মহিলাকে ধরে বিবস্ত্র করে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।