বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তীতে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বিজেপির

News Sundarban.com :
জুলাই ২, ২০২৩
news-image

বিজেপি কর্মী ও প্রার্থীদের উপর লাগাতার তৃণমূলী সন্ত্রাসের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার দুপুরে বাসন্তী থানার সামনে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির জেলা পরিষদের প্রার্থী সহ অন্যান্য প্রার্থী ও কর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, বাসন্তীর বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী ও কর্মীদের উপর হামলা করছে তৃণমূল। পুলিশের সামনেই হামলা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। রাতের অন্ধকারে বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়ি বাড়ি বাইক বাহিনী গিয়ে হুমকি দিচ্ছে, মারধর করছে, লুট, ভাংচুর করছে কিন্তু পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করছে না। এলাকায় বিজেপি কর্মীদের কোন নিরাপত্তা নেই। আর সেই কারনে বাসন্তী থানার সামানে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। বিজেপির জেলা পরিষদের প্রার্থী বিকাশ সরদারের নেতৃত্বে চলে এই অবস্থান বিক্ষোভ। পরে বাসন্তী থানার পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। তবে পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বিজেপি কর্মীরা।