বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুজয়কৃষ্ণ ভদ্রের প্যারোলের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

News Sundarban.com :
জুন ৩০, ২০২৩
news-image

শর্তসাপেক্ষে প্যারোলের মেয়াদ বাড়ল ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র’র। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ১৬ জুলাই পর্যন্ত তিনি প্যারোলে থাকতে পারবেন। ১৭ জুলাই তাঁকে প্রেসিডেন্সি কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

শর্তসাপেক্ষে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর প্যারোলের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। স্ত্রীর মৃত্যুতে জামিনের আবেদন করে এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। সেই আবেদনেরও শুনানি হয়েছিল বিচারপতি ঘোষেরই এজলাসে। তবে জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন তিনি। এরপরই জেল কর্তৃপক্ষ প্যারোলে তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেয়। তার সময়সীমা ছিল ৩ দিন। শুক্রবার তার মেয়াদ শেষ হওয়ার কথা। এরইমধ্যে হাইকোর্ট প্যারোলের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে। ১৬ জুলাই পর্যন্ত প্যারোলে থাকতে পারবেন তিনি।