সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আশ্রমে অন্নপ্রাশন

News Sundarban.com :
জুন ২৯, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী : কোন রকম আড়ম্বর ছাড়াই অভিনব ভাবেই আশ্রমে অনুষ্টিত হল এক শিশুর অন্নপ্রাশন।বাসন্তীর শিবগঞ্জের চম্পাবতী শিশু উদ্যান আশ্রমে অনুষ্ঠিত হয় প্রাংশু মন্ডলের অন্নপ্রাশন। জানা গিয়েছে বাসন্তীর নফরগঞ্জ পঞ্চায়েতের হিরন্ময়পুরের শুভঙ্কর মন্ডল।বিঞ্জানে স্নাতকোত্তর এবং বিএড। অন্যদিকে এলাকারই পিয়ালি কুন্ডু বাংলায় স্নাতকোত্তর ও বিএড।বাসন্তী হাইস্কুলে পড়াশোনা কয়াকালীন প্রেম ভালোবাসা হয়।পড়া শেষ করে বিয়ে করেছিলেন।বর্তমানে দম্পতি বেসরকারী বিদ্যালয়ে শিকক্ষতার কাজ করেন।দম্পতির এক সন্তান।

সন্তানের অন্নপ্রাশনের জন্য বেছে নেন বাসন্তীর শিবগঞ্জের চম্পাবতী শিশু উদ্যান আশ্রম কে।যেখানে মূলত দরিদ্র,অসহায় অনাথ শিশুরাই পড়াশোনা করে থাকে।বুধবার রাতে অন্নপ্রাশন অনুষ্ঠান হয় আশ্রমেই।অনুষ্ঠানের মূল অতিথীদের তালিকায় ছিল আশ্রমের দরিদ্র,অসহায় অনাথ শিশুরা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের অধিকর্তা তথা শিক্ষারত্নপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক অমল নায়েক,অর্ঘ নায়েক সহ অন্যান্যরা।আশ্রম প্রাঙ্গনে কাটা হয় কেক।দরিদ্র অসহায় অনাথ শিশুদের হাত দিয়েই প্রাংশু’র মূখ্য অন্নপ্রাশন করা হয়।আশ্রমের ক্ষুঁদের একে একে ছোট্ট প্রাংশুর মুখে অন্ন তুলে দেয়।অন্নপ্রাশন উপলক্ষে আশ্রমের ক্ষুঁদেরা পেটপুরে খেলেন ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইস্ক্রিম। পাশাপাশি সামান্য উপহার দিয়ে শিশুটির জন্য সকলেই মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।

কেন আশ্রমে অন্নপ্রাশন?এমন প্রশ্নের উত্তরে মন্ডল দম্পতি জানিয়েছেন, ‘শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যত। অনুষ্ঠানে শিশুদের অগ্রাধিকার দেওয়ার জন্য আশ্রমের অসহায়,দরিদ্র শিশুদের সাথে এমন অনুষ্ঠান করার মনস্থির করেছিলাম। বর্তমানে সফল হওয়ায় ভালো লাগছে।’

অন্যদিকে শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট সমজাসেবী অমল নায়েক জানিয়েছেন, ‘যে কোন বিষয়ে আমাদের ভবিষ্যত প্রজন্ম শিশুদের কে আনন্দমূখর করে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সেই কর্মযঞ্জ বাস্তবে রুপায়িত করলেন মন্ডল দম্পতি।সকলকে এমন ভাবে এগিয়ে আসা প্রয়োজন।’