সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্গোৎসবের সূচনায় খুঁটি পূজো

News Sundarban.com :
জুন ২৮, ২০২৩
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং – মিলিত গ্রামবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হল খুঁটি পূজো। বুধবার বিকালে উল্টো রথযাত্রার দিনে ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতের মিঠাখালি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে প্রতিলিপি সংঘের মাঠে অনুষ্ঠিত হয় ৪০ তম বর্ষের দুর্গোৎসবের খুঁটি পূজো।

উল্লেখ্য এটিই ক্যানিং মহকুমা এলাকার বৃহত্তম দূর্গাপুজো।জানা গিয়েছে ৪০ তম বর্ষের দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ সিকিম এর চারধাম মন্দির।প্রতিমার সজ্জায় থাকছে পাঞ্জাবী জামার বোতাম দিয়েই।

ক্যানিংয়ের মিঠাখালি প্রতিলিপি সংঘ প্রাঙ্গনে ৪০ তম বর্ষের খুঁটি পূজোয় উপস্থিত ছিলেন পূজো কমিটির সভাপতি উত্তম দাস,ক্যানিং পশ্চিমের বিধায়ক তথা পূজো কমিটির সম্পাদক পরেশরাম দাস সহ অন্যান্য বিশিষ্টরা।