সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হবে না হবে না, মানবো না মানবো না এই নীতি বাংলায় আর চলবেনা: রাজ্যপাল

News Sundarban.com :
জুন ১৭, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট বাজতেই উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যানিং ১ নম্বর ব্লক।শুরু থেকেই প্রতিদিনই অঘটন ঘটেছিল বলে বিরোধীদের দাবী। এমন কি বোমা,গুলির লড়াই চলে ক্যানিংয়ে।অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়।আক্রান্ত হয় সাধারণ মানুষ,পার্টী কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনও। ঘটনায় পুলিশ ২৬ জন কে গ্রেফতার করে।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর নির্দিষ্ট কর্মসূচি বাদ রেখে শনিবার বিকালে অগ্নিগর্ভ ক্যানিং পরিদর্শনে হাজীর হন। সেখানে আক্রান্তদের সাথে কথা বলেন। কথা বলে সরকারী আধিকারীকদের সাথে দেখা করার জন্য ক্যানিং ১ বিডিও অফিসে যান।সেখান থেকে ক্যানিংয়ের সেচ ও জলপথ দফতরে যান। সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করেন।

তিনি বলেন রাজ্যে আর অশান্তি হতে দেবো না। শান্তি শৃঙ্খলার দায়িত্ব আমার হাতে। সংবিধানের প্রস্তাবনা মেনেই রাজ্যে কাজ হবে। পাশাপাশি এছাড়াও তিনি পরিষ্কার বাংলায় বলেন হবে না হবে না,মানবো না মানবো না এই নীতি বাংলায় আর চলবেনা। রাজ্যবাসীর সুরক্ষার দায়িত্ব আমার। এমন ঘটনা ঘটতে থাকলে চুপ করে আর বসে থাকবো ণা। আমি নিজে কাজ করবো এবং নির্ভয়ে কাজ করবো।